বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস হাজার বছরের পুরনো। এই বাংলা ভাষার ইতিহাসের তিনটি পর্ব। প্রাচীন যুগ (দশম শতক পর্যন্ত), মধ্য যুগ (একাদশ থেকে আঠারো শতক পর্যন্ত) এবং আধুনিক যুগ (উনিশ থেকে বর্তমান কাল পর্যন্ত)।
এই কেন্দ্রে বাংলা ভাষার ও সাহিত্যের উদ্ভব ও বিবর্তনের ইতিহাস সম্পর্কে গবেষণা, আলোচনা ও প্রকাশনা করা হয়। ইতিমধ্যে চারটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
১) নোবেল পুরস্কারপ্রাপ্ত রবীন্দ্রনাথের গীতাঞ্জলীর মূল পান্ডুলিপির অনুলিপিসহ একটি গ্রন্থ।
২) বাংলা ভাষার উপভাষা বৈচিত্র সম্পর্কে একটি গ্রন্থ।
৩) বিদেশীদের বাংলা শেখানোর জন্য একটি গ্রন্থ। ও
৪) হাজার বছরের বাংলা ভাষা ও সাহিত্যের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং বিভিন্ন যুগের উল্লেখযোগ্য সাহিত্যিক নিদর্শনের সংকলন প্রকাশ করা হয়েছে।
ভবিষ্যত পরিকল্পনা বিশ শতকের বাংলা সাহিত্যের গ্রন্থপঞ্জি প্রণয়ন ও প্রকাশ।
The aims and objects of the Center are to undertake research and publication of various aspects of the Bengali Language and Literature. The following three projects have been undertaken:
- A survey of the development of Bengali language and Literature in the 20th century by Prof. Rafiqul Islam, Dr. Begum Jahan Ara and Dr. Tapati Rani Sarkar.
- A manual of standard colloquial Bengali by Dr. Begum Jahan Ara.
- Bangla dialect variations, documentations and analysis by Dr. Tapati Rani Sarkar.